এক মেয়ে রোগীর পিঠে একটা টিউমার হইছে। মেডিকেলে যার নাম Sebaceous Cyst.. গ্রামের ফার্মেসীর দোকানদার পরামর্শ দিলো থানা হেলথ কমপ্লেক্স এ গিয়া একটা এক্সরে করাও।
লিখেছেন- ডাঃ সাঈদ সুজন
বোকা রোগীও তার কথামত এক্সরে করাতে চলে আসছে স্বামীর সাথে। রোগীর সাথে ওই ফার্মেসী ম্যানও এসেছে। এক্সরে করার পর ওই ফার্মেসী ম্যান নিজেই এক্সরে ছবি দেখছে খুব মনোযোগ দিয়ে। বাঙালি জাতি বুঝুক আর না বুঝুক- ' টাকা" এবং "এক্সরে ফিল্ম" কে উপরে ধরবেই কোনো ভেজাল খোঁজার জন্য।
সেও সাথে সাথেই প্রব্লেম পেয়ে গেলো। আমার রুমে এসে বলছে- স্যার, দেখেন পিঠে কি বড় টিউমার হইছে। ভিতরে দানা দানা হইয়া যাইতেছে।
আমি তো হাসতে হাসতে কাইন্দা দিছি। হার্টের Shadow কে ভাবছে টিউমার। আর মহিলার আন্ডারগার্মেন্টস এর হুককে ভাবছে- টিউমারে দানা হইছে।
Post a Comment