Hypertension বা উচ্চ রক্তচাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আমরা জানি হাইপারটেনশন হার্টের সবচেয়ে কমন অসুখ। এটার একটা ফ্যাক্ট সব মেডিকেল স্টুডেন্ট এর জানা জরুরী।

Hypertension পড়তে গেলে একটা বিষয় সবার চোখে পড়ে, তা হলো ৯০% hypertension এর কারন জানা যায় নাই। যাকে মেডিকেলের ভাষায় essential hypertension বলে। উচ্চরক্তচাপ সাড়া শরীরে হাজারো সমস্যা তৈরী করে, তাহলে তা essential হলো কিভাবে?যারা নামকরণ করেছেন তারা নিশ্চয়ই গাধা না যে একটা নাম বসিয়ে দিলো। এটা অনেক গবেষণার ফসল।

আমরা জানি “ব্লাড প্রেশার arteriolar wall resistance এর সমানুপাতিক”।

কিছু মানুষের genetically arteriolar resistance বেশী থাকে। সুতরাং ওই বাধাকে অতিক্রম করে সব টিস্যুতে অক্সিজেন পাঠানো heart এর জন্য challenge হয়ে পড়ে। তাই ওই peripheral resistance কে অতিক্রম করা জরুরী হয়ে পড়ে, যার জন্য বাধ্য হয়ে heart stroke volume and force of contraction বাড়িয়ে দেয়। so শরীরের প্রয়োজনেই তখন প্রেশার বেড়ে যায়। high pressure যদিও কারো কাম্য নয়। তবুও OXYGEN DEMAND এর জন্যই এই অতিরিক্ত প্রেশার।তাই এর অতিরিক্ত প্রেশার কে essential hypertension বলে.

চিকিত্সা ক্ষেত্রে এইসব রোগীদের antihypertensive গুলো low dose এ শুরু করতে হবে। তা নাহলে iatrogenic tissue hypoxia হতে পারে। তাতে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশী। [রেফারেন্স – Rang Dale Pharma]


লিখেছেন: ডাঃ সাঈদ সুজন

Post a Comment

Previous Post Next Post