এক পরিচিত আপুর রক্তের গ্রুপ A(-ve). সিজারিয়ান অপারেশন করার পর দেখা গেল বাচ্চার রক্তের গ্রুপ B(+ ve).ডাক্তার বললেন আপুকে inj. Human anti-D দিতে হবে .হাসপাতালের পাশে এক ফার্মেসী থেকে কেনার (মূল্য 2400/=) পর প্যাকেট দেখে সন্দেহ হলে প্যাকেট খুলে অ্যাম্পুলের উপর লাগানো স্টিকার উঠিয়ে দেখা যাচ্ছে অ্যাম্পুলের গায়ে লেখা 0.9%Nacl (নরমাল স্যালাইন)
এমন দিন আসছে, যখন জীবন রক্ষাকারী উপাদান জীবন নাশের কারন হয়ে দাড়াচ্ছে।। ধোকার ব্যবসা ঢুকে গেছে চিকিৎসার মত স্পর্শকাতর সেক্টরেও। যেসব দালালরা মানুষের জীবন নিয়ে খেলছে, তারা তো খুন বা হত্যার চেয়েও জঘন্য অপরাধ করছে।।
মিডফোর্ডে নাকি প্যারাসিটামল ৫০০ মি গ্রা ট্যাবলেট বের করে Azythromycin 500 mg প্যাকেটে রি-প্যাকেট করা হয়। ১ টাকার ঔষধ ৩৫ টাকা দামে বিক্রী করার জন্য।
সবাই সচেতন হোন। মেডিসিন কেনার সময় দেখে, জেনে, বুঝে কিনবেন।। ফার্মেসীর দোকানদারকে বিশ্বাস করবেন না।।
আসল anti D ইঞ্জেকশন চেনার কয়েকটা উপায় আছে-
১. এম্পুল টা অনেক মোটা ও শক্ত।
২. এম্পুল এর গলায় একটা দাগ থাকবে।
৩. এম্পুলের গায়ে টাইট ভাবে লেবেল থাকবে। তার নিচে কিছু লেখা থাকবে না।
ধন্যবাদ।
লিখেছেন: ডা. সাঈদ সুজন
Post a Comment