বর্তমান সময়ে বন্যা আসলেই আমাদের সামনে যে প্রশ্নটি প্রথমে আসে তা হলো বন্যার্তদের জন্য জরুরী প্রয়োজন কোনগুলো। এক্ষেত্রে জরুরী কিছু ঔষধের কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যা ঐসময়ের জন্য অনেকটা অত্যাবশ্যকও বটে। এমন কিছু প্রয়োজনীয় ঔষধের তালিকা নিচে দেওয়া হলো -
বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ঔষধ তালিকা
১. বিশুদ্ধ পানি
বন্যার সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় বিশুদ্ধ পানির। যা ঐসময় অনেকটাই দুর্লভ হয়ে উঠে।
২. খাবার স্যালাইন (Orsaline-N)
বন্যার সময় ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যায়। তাই এসময় খাবার সেলাইন সরবরাহ করা জরুরী হয়ে উঠে।
৩. পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট (Halotab, 4 mg tab/litre)
যেহতু বন্যায় পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়না, সেহেতু পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটও সরবরাহ করা প্রয়োজন।
৪. প্যারাসিটামল (Napa/Ace/Tamen)
জ্বর, ফ্লু ও সাময়িক ব্যাথানাশক হিসেবে প্যারাসিটামল ৫০০ মি.গ্রা. ট্যাবলেট সরবরাহ করা প্রয়োজন।
৫. মেট্রোনিডাজল (Flagyl/Amodis)
Diarrhoea and Food Poison আক্রান্ত রোগীদের জন্য Metronidazole table সরবরাহ করাও জরুরী।
৬. ফেক্সো ফেনাডিন (Fexo/Fenadin)/ ডেজলরাটাডিন (Deslor)
হাঁচি, কাশি ও সর্দিকাশির জন্য এই ঔষধগুলো সরবরাহ করা দরকার।
৭. PPIs (Sergel/Seclo/Maxpro/Finix)
যাদের অতিরিক্ত গ্যাস ও আলসারের সমস্যা তাদের জন্য এই ঔষধগুলোও সরবরাহ করা জরুরী।
৮. Antiseptics (Savlon/Dettol/Sepnil)
৯. গুড়ো দুধ
বাচ্চাদের জন্য গুড়ো দুধের ব্যাবস্থা করাও জরুরী।
Post a Comment