সুন্নতে খাৎনা বা মুসলমানির উপকারিতা



১. লিঙ্গ মনি ও ত্বক আবরণের এর মাঝখানে পনিরের মতো এক ধরনের অত্যন্ত দুর্গন্ধযুক্ত ময়লা ( smegma ) জমে। ত্বক টা কেটে ফেললে এই ময়লা জমতে পারে না।


২. এই দুর্গন্ধময় ময়লার মধ্যে রোগ জীবাণু বাসা বাঁধে ও দ্রুত বংশবৃদ্ধি করে এবং প্রায়ই লিঙ্গ মনির ঘায়ে কষ্ট পেতে হয় । উপরের চামড়া ফেলে দিলে জীবাণু ধ্বংস হয়ে যায়।


৩. লিঙ্গের ক্যান্সার হলে একমাত্র চিকিৎসা । এই মেশিনটা কেটে ফেলা। সুন্নতে খাৎনা বা মুসলমানী করা লিঙ্গে এ পর্যন্ত ক্যান্সারের আক্রমণ দেখা যায়নি। এর আক্রোশ শুধু খাতনা ছাড়া লিঙ্গের উপর।


৪. ফাইমোসিস ও প্যারাফাইমোসিস নামে দুটি রোগ হয় খাতনা ছাড়া লিঙ্গে। এই রোগ হলে সুন্নতে খাৎনা বা মুসলমানী করে উপরের চামড়া ফেলে দিতে হয়।


৫. সুন্নতে খাতনা ফলে পুরুষের সঙ্গমের আনন্দ অনেকাংশে বৃদ্ধি পায়।


যারা মনে করছেন আমার উপরের দেওয়া তথ্যগুলো ঠিক নয় তারা দয়া করে পড়ুন:

১) বই: মানবদেহের যৌন সমস্যা ও চিকিৎসা

লেখক: অধ্যাপক ডাক্তার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশক: বাংলা একাডেমি

প্রকাশ: জুন ২০০৮

পৃষ্ঠা : ৬


২) বই: যৌন বিষয়ে সাধারণ জ্ঞান

লেখক: বিদ্যুৎ মিত্র

প্রকাশক: প্রজাপতি প্রকাশন ( সেবা প্রকাশনীর একটি অঙ্গ প্রতিষ্ঠান। )

প্রকাশ: প্রজাপতি সংস্করণ ১৯৯৬

পৃষ্ঠা: ৪৩


৩) বই: অস্ত্রোপচারের কলাকৌশল ( দ্বিতীয় খন্ড )

লেখক: ডাক্তার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশক: বাংলা একাডেমি

প্রকাশ: অক্টোবর ১৯৮৮

পৃষ্ঠা: ২৭


Writer: Md. Faijul Huq


Tags in: খতনা কি, মুসলিমরা কেন খতনা করে, খতনা না করলে কি হয়, খৎনা কেন করা হয়।

Post a Comment

Previous Post Next Post