বিভিন্ন রোগের ইংরেজি প্রতিশব্দ (পর্ব-২)



1. Aching in limbs-- বাহুতে ব্যথা।

2. Achlorhydria-- Stomach এ Hcl acid এর পরিমাণ বেড়ে যাওয়া।

3. Amenorrhoea-- মাসিক বন্ধ থাকা।

4. Amputation-- কেটে বাদ দেওয়া বা কেটে ফেলে দেওয়া।

5. Ascites-- পাকস্থলীর বহির্ভাগ peritoneum নামক পর্দা দ্বারা আবৃত থাকে। পাকস্থলী এবং peritoneum এর মাঝে যে ফাঁকা স্থান থাকে তাকে peritoneum cavity বলে এবং ঐ ফাঁকা স্থানে পানি জমলে তাকে Ascites বলে।

6. Bronchiactacis--শ্বাসনালী প্রসারিত হওয়া এবং ঐ প্রসারিত অংশে কফ বা পুঁজ জমে থাকা।

7. Cardiac arrhythmia--Heart beat এর ছন্দ ঠিক না থাকা বা Rhythm disturbance।

8. Cataract-- চোখে ছানি পড়া।

9. Cholecytitis-- Inflammation of gall bladder(পিত্তথলীর প্রদাহ)।

10. Chronic catarrah-- পুরাতন সর্দি।

11. Colicky abdominal pain-- পেট খামচে ব্যথা করা।

12. Cystitis-- Urinary bladder এ infection।

13. Dandruff-- খুশকি।

14. Delirium-- ভুল বকা/প্রলাপ।

15. Delusion-- ভুল শোনা/ভ্রম/মোহ।

16. Dental caris-- দন্ত ক্ষয়।

17. Difficulty in deglutination-- ঢোক গিলতে কষ্ট হওয়া।

18. Dyspepsia--বদহজম।

19. Dysponia--শ্বাসকষ্ট।

20. Emphysema-- কোন কারণে শরীরের বায়ু ফুসফুসের যে কোন অংশে জমে ফুলে উঠলে তাকে এমফাইসিমা বলে।

21. Empyema--Pleural cavity তে পুঁজ জমা।

22. Epilepsy--মৃগীরোগ।

23. Epistaxis-- নাক দিয়ে রক্ত পড়া।

24. Facial pelsy-- মুখমন্ডলের একধারে মাংসপেশি অবস হয়ে যাওয়া।

25. Febrile convulsion-- জ্বরের সাথে খিঁচুনি।

26. Flatulence-- পেট ফাঁপা।

27. Galactorrhoea-- Continuous flowing of milk from breast।

28. Gastritis-- Inflammation of stomach (পাকস্থলীর প্রদাহ)।

29. Gingivitis--মাড়িতে প্রদাহ বা ঘা হওয়া। Gingiva-- মাড়ি। Gingivalis-- মাড়ির উপরের সাদা প্রলেপ।

30. Glossitis--জিহ্বার প্রদাহ।

31. Gout-- বাত।

32. Grandular fever-- গ্রন্থি জ্বর।

33. Grumbling abdominal pain-- মোচড় দিয়ে পেট ব্যথা।

34. Gum -boil-- মাড়িতে ফোঁড়া।

35. Gut-- Small & large intestine।

36. Gynaecomastia-- Increase boy’s breast।

37. Haematuria-- প্রস্রাবের সাথে রক্ত বের হওয়া।

38. Halitosis--শ্বাসের দূর্গন্ধতা।

39. Hallucination-- ভুল দেখা বা ভুল শোনা।

40. Hiccough-- হেঁচকি।

Post a Comment

Previous Post Next Post