OTC = Over The Counter মেডিসিন। প্রাথমিক চিকিৎসার জন্য যেসব ওষুধ কোনো প্রেসক্রিপশন ছাড়াই খাওয়া যায়, বা ফার্মাসিতে কিনতে পাওয়া যায় তাকে OTC বা non prescribed মেডিসিন বলে। যেমন: acetaminophen, aspirin, antacids, decongestants, antihistamines, laxatives etc.
যেসব ওষুধ প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যায় না বা কেনার অনুমতি নেই তাকে Prescribed মেডিসিন বলে। যেমন : এন্টিবায়োটিক মেডিসিন, এন্টিভাইরাল মেডিসিন, এন্টিডায়াবেটিক মেডিসিন, কার্ডিয়াক মেডিসিন,নিউরোমেডিসিন ইত্যাদি।
কিন্তু বাংলাদেশে যে কেউ ওষুধের দোকানে গিয়ে যেকোনো ধরণের মেডিসিন কিনতে পারে এতে করে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার আশংকা থাকে ফলে পুরো পৃথিবীতে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে , মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, ওষুধের ভুল ডোজ গ্রহণের কারণে বিভিন্ন রকম সাইড ইফেক্ট হতে পারে।
তাই OTC মেডিসিন ব্যতীত অন্য যেকোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়া কখনই গ্রহণ করা যাবে না।
Post a Comment