লিউকোরিয়ার কারণ ও করনীয়


লিউকোরিয়া হচ্ছে সাদা স্রাব। নারীর যোনি থেকে ক্রমাগত সাদা তরলের ক্ষরণ হলে তাকে লিউকোরিয়া বলা হয়। আমাদের দেশে গ্রামাঞ্চলের নারীদের এই রোগে আক্রান্ত হতে দেখা যায় বেশি। ভারতের উত্তর প্রদেশের নারীরা এই রোগে আক্রান্ত হয় বেশি।


লিউকোরিয়ার সাধারণ কারণ

  • ব্যাকটেরিয়ার সংক্রমণ।
  • যোনিতে স্প্রে ব্যবহার করা।
  • রক্তাল্পতা এবং দীর্ঘ সময় অসুস্থ থাকা।
  • ট্রিকমোনাল ইনফেকশন।
  • মনিলিয়াল ইফেকশন।
  • কারভিকটিজ।


লিউকোরিয়া প্রতিরোধের কয়েকটি উপায়

  • সুতির প্যান্টি ব্যবহার করা।
  • যৌনতায় পরিচ্ছন্নতা বজায় রাখা।
  • যৌনমিলনের আগে এবং পরে যৌনাঙ্গ ধৌত করা।
  • যোনির পিচ্ছিলতা বাড়াতে কেওয়াই জেলি ব্যবহার।
  • যোনিতে কোনো প্রকার স্প্রে ব্যবহার না করা।
  • জন্ম নিরোধক পিল সেবনের পূর্বে এর পার্শ্বপ্রতিক্রিয়া সর্ম্পকে জেনে নেয়া।
  • সুষম খাদ্য গ্রহণ।

Post a Comment

Previous Post Next Post