গতকাল পাকিস্তানে তেলের লরি উল্টে পড়ে। আশেপাশের গ্রামবাসী বালতি নিয়ে ছুটে আসে মুফতের তেল সংগ্রহ করতে। তাদের মাঝে এক ব্যক্তির বিড়ির আগুনে বিস্ফোরণ হয়। দেড়শত জন ঘটনাস্থলেই মারা যায়। সব অঙ্গার হয়ে গেছে। কিছুই চেনা যাচ্ছেনা। অসংখ্য মানুষ মরণাপন্ন হয়ে হাসপাতালে। আল্লাহ তাদের ক্ষমা করুন। যদিও পুড়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। কিন্তু অন্যায়রত অবস্থায় মরলে তার হিসাব কী হবে সেটা আল্লাহ জানেন।
মেসেজ: আশেপাশে কাউকে ধুমপান করতে দেখলে দুরত্ব বজায় রাখুন। ধুমপান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃত্যুর কারণ।
লিখেছেন: ডাঃ কায়সার আনাম
Post a Comment