হিপোক্রেটদের নারী দিবস



নারী দিবসে একদল মূর্খ আর হিপোক্রেটদের চেহারা প্রকাশ পেয়ে যায় তাদের শুভেচ্ছা বানীতে, কথায়, লেখায়, ভিডিওতে, প্রতিবাদে, কর্মকান্ডে।


বিগত ক'বছর ধরে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে, বিভিন্ন প্রতিষ্ঠান নারী দিবসে ব্যতিক্রম কিছু বার্তা/বিজ্ঞাপন প্রচার করছে। এমনিতে বার্তাগুলি অনেকের কাছেই খুব ভালো লাগলেও আসলে লুকাইত থাকে ভিন্ন বার্তা। এগুলিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে, এরা পুরো মানব জাতীর শত্রু।


ছবিগুলি দেখুন। ইস্পাহানি এটা কি প্রচার করেছে! নারীকে ❝সাংবাদিক❞ হতে উৎসাহিত করতে চায় করুক, তাতে তো সমস্যা নাই। কিন্তু ❝সাং❞ দিয়ে ছন্দ মিলিয়ে নারীকে #সাংসারিক হতে নিরুৎসাহিত করা হয়েছে।


অপর ছবিতে দেখুন। নারীকে বিজ্ঞানী হতে বলায় কোনোই সমস্যা দেখি না। কিন্তু #গৃহিণী হওয়াতে তাদের আপত্তি কেনো? আরেকটিতে দেখুন, #ঘর শব্দটাকে লাল কালিতে কেটেছে। অর্থাৎ তারা #ঘর, #গৃহিণী, #সংসার - এগুলিকে ক্রমে ধ্বংস করতে চায়।


আমি নিজেও #সাংসারিক। পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে খুব পছন্দ করি, ঘরে থাকতেও পছন্দ করি, ঘরের কাজও করি, পরিবারের সকল প্রকার খরচ করি (যা আমার জন্য ফরজ) - এবং এগুলি সোয়াবের কাজ যার প্রতিদান আমি শেষ বিচার দিবসে পাবো ইন্‌শাআল্লাহ্‌। তাহলে ওদের ভাষায়, পুরুষ হয়েও আমি যে সাংসারিক, সেটাও তবে আমার জন্য অসম্মানজনক! আমাকেও তবে সাংসারিক না হয়ে শুধুই টাকা উপার্জনের একটা মেশিন হতে হবে?


বিবাহ বহির্ভূত লিভ টুগেদার ইসলাম সমর্থন করে না। #বিয়ে করে মানুষ #ঘর বাঁধে, #সংসারের বিভিন্ন দায়িত্ব পালন করার মাধ্যমে মানব জাতীর বংশ বৃদ্ধি পাবে এবং মানব সভ্যতা এগিয়ে যাবে - এটাই ইসলাম সম্মত।


নারী ও পুরুষ ❝সাংসারিক❞ কিভাবে হয়? বিয়ে করেই তো, তাই না? ইস্পাহানির এই মেসেজগুলিতে মূলত ❝বিয়ে❞ না করার বার্তা লুকিয়ে আছে। এটাই হলো এদের প্রথম ধাপের বার্তা। আজ থেকে কয়েক বছর আগেও কর্পোরেট ওয়ার্ল্ড বলতো ❝নারী ঘরেও পারে, বাইরেও পারে।❞ সেই ওরাই এখন টার্গেটেড শব্দগুলিকে লাল কালিতে কেটে স্পষ্ট করে বলছে ❝ঘরে❞ থাকা যাবে না, ❝সাংসারিক❞ হওয়া যাবে না, ❝গৃহিণী❞ হওয়া যাবে না। অবাক হবেন না, ভবিষ্যতে এরাই বলবে, ❝নারী হবে না বউ, নারী হবে শুধু বন্ধু❞। কারণ নারীদেরকে তারা রাখতে চায় জাস্ট ফ্রেন্ড বা অনলি ফ্রেন্ড হিসাবে। মোট কথা, বিয়ে, সংসার, গৃহ, তথা পরিবার গঠনের বিষয়টাই এরা মুছে দিতে চায়। এরা পুরো মানব জাতীর শত্রু!


আমার পরামর্শ থাকবে, সন্তানরা টিনএজ হবার আগে থেকেই এই সকল বিষয়ে অল্প অল্প করে কথা শুরু করুন এবং ক্রমে টিনএজ হতে হতে সন্তানদের এমনভাবে গড়ে তুলুন যেনো হিপোক্রেটদের ফাঁদে না পড়ে, শেয়ালগুলিকে যেনো চিনতে পারে। আপনি যদি এগুলি নিয়ে টিনএজ সন্তানদের চিন্তাশীল না করতে পারেন, তারা এগুলি দেখে মুগ্ধ হবে, এগুলিকেই গ্রহণ করবে। কিছু ভালো কথার সাথে অনেক মন্দ কথাও যে মিশে আছে, সেটা তারা ধরতে পারবে না।


প্রতিবছর নারী দিবসে প্রচারিত বিভিন্ন বার্তা ও বিজ্ঞাপনগুলি নিয়ে আমি আমার স্ত্রী কন্যাদের সাথে কথা বলি, আলোচনা করি, লুকায়িত মেসেজগুলি খুঁজে বের করতে সাহায্য করি, সতর্ক করি, সচেতন করি। আপনারাও করুন। কারণ, এ দায়িত্ব আল্লাহ্‌ আমাদের দিয়েছেন।


❝তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর।❞ (আল্‌-কুরআন ৬৬:৬)



Writer: Shiblee Mehdi

Post a Comment

Previous Post Next Post