থাইরয়েড হরমোনের প্রভাবে যেসব সমস্যা হয়

 


হরমোন হচ্ছে আমাদের শরীর থেকে নিঃসৃত এক ধরনের রস, যা শরীরের এক জায়গা থেকে নিঃসৃত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং নানাবিধ কাজ করে থাকে।


আমাদের শরীরে অনেক ধরনের হরমোন আছে, থাইরয়েড এমনই একটি হরমোন যা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনে অবস্থিত প্রজাপতি আকারের একটি গ্রন্থি।

দেশের বিপুলসংখ্যক মানুষ থাইরয়েড হরমোনজনিত সমস্যা নিয়ে বসবাস করছে। রোগটি প্রধানত নারীদের বেশি হয়ে থাকে।


শরীরে থাইরয়েড হরমোনের কাজ কী?

থাইরয়েড হরমোন আমাদের শরীরে নানাবিধ কাজ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

♦ বাচ্চাদের ব্রেন গঠনে ভূমিকা,

♦ বাচ্চাদের গ্রোথ বা বৃদ্ধি,

♦ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে,

♦ হৃিপণ্ডের গতি নিয়ন্ত্রণ করা,

♦ অন্ত্রের নাড়াচাড়া নিয়ন্ত্রণ করা,

♦ শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাবারের বিপাকীর ক্রিয়া করা,

♦ হাড়ের গঠনে ভূমিকা রাখা,

♦ গর্ভধারণ বা প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।


শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হলে একে বলা হয় হাইপো থাইরয়েডিজম, যা সাধারণত আয়োডিনের অভাবজনিত কারণে দেখা দেয়।


হাইপো থাইরয়েডিজমের লক্ষণ

♦ ওজন বেড়ে যাওয়া,

♦ শরীরে ব্যথা-বেদনা,

♦ অতিরিক্ত ঠাণ্ডা লাগা,

♦ ঘুম ঘুম ভাব হওয়া,

♦ মাসিকে বেশি রক্ত যাওয়া,

♦ বাচ্চা হচ্ছে না বা বাচ্চা নিতে সমস্যা হওয়া,

♦ কোষ্ঠকাঠিন্য,

♦ বাচ্চাদের উচ্চতা কম হওয়া,

♦ শরীর ফুলে যাওয়া, যেমন চোখ ফোলা ফোলা দেখানো,

♦ ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া।


আবার শরীরে থাইরয়েড হরমোন বেড়ে গেলে একে বলা হয় হাইপার থাইরয়েডিজম, যা এক ধরনের অটো ইমিউন রোগ।


হাইপার থাইরয়ডিজমের লক্ষণ

♦ অতিরিক্ত গরম লাগা, বেশি ঘাম হওয়া,

♦ স্বাভাবিক খাওয়া-দাওয়ার পরও ওজন কমে যাওয়া,

♦ অতিরিক্ত ঘাম হওয়া,

♦ শরীর কাঁপা,

♦ পাতলা পায়খানা হওয়া,

♦ অনিয়মিত মাসিক বা বাচ্চা নিতে সমস্যা হওয়া,

♦ ঘুম কম হওয়া।


কখন পরীক্ষা করবেন?

ওপরের লক্ষণগুলো প্রকাশ পেলে একজন হরমোন বিশেষজ্ঞ দেখাতে পারেন বা থাইরয়েড হরমোন পরীক্ষা করতে পারেন।


Resource Person: Sujan C Paul

Post a Comment

Previous Post Next Post