এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি যে কি কারণে পিত্ত থলিতে পাথর জমছে, তবে গবেষকবৃন্দের ধারণা-
ক) পিত্ত রসে উচ্চ মাত্রায় কোলেস্টেরল থাকলে
খ) পিত্ত রসে অধিক পরিমাণে বিলিরুবিন থাকলে
গ) পিত্ত থলি যথেষ্ট পরিমাণ পিত্ত নিঃসরণ করে খালি না হলে।
সুদীর্ঘকাল ব্যাপী গবেষকবৃন্দের লব্ধ ধারণা অনুযায়ী পিত্ত থলিতে পাথর জনিত সমস্যার ঝুঁকিসমূহ হলো-
১) মহিলাদের বেশি হয়,
২) চল্লিশোর্ধ বয়সে বেশি হয়ে থাকে,
৩) দেহের ওজনাধিক্য বা স্থূলাকৃতি,
৪) আয়েশী জীবন যাপনকারী,
৫) গর্ভাবস্থা,
৬) অধিক চর্বি জাতীয় খাবার গ্রহণ,
৭) অধিক কোলেস্টেরল জাতীয় খাবার গ্রহণ,
৮) পিত্ত থলিতে পাথর জনিত সমস্যার পারিবারিক ইতিহাস থাকলে,
৯) ডায়াবেটিস,
১০) রক্ত রোগের সমস্যা থাকলে -থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া কিংবা লিউকেমিয়া,
১১) অতি দ্রুত দেহের ওজনাধিক্য নিরসন করতে গেলে
১২) দীর্ঘ মেয়াদে ইস্ট্রোজেন সমৃদ্ধ জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিংবা হরমোন থেরাপি গ্রহণ করলে,
১৩) লিভার সিরোসিস হলে।
আরো পড়ুন: গ্যাস্টিক সমস্যা ও সমাধান
Post a Comment