কখন কোন লোক রক্ত দিতে পারবে?


১. Age/ বয়স: ১৮-৬০ বছর বয়সী এবং স্বাস্থ্যবান।

২. Weight/ওজন: >৪৫কেজি

৩. এর পরিমান:(Hb% average :13.5gm/dl for male(পুরুষ), 12.5gm/dl for female(মহিলা))

৪. ৪৫০মি.লি/১unit এর বেশি blood collect করা যাবেনা।

Note: 1unit এ HB থাকে 1gm/dl


যাদের থেকে রক্ত নেওয়া যাবে না

১. কুকুরের কামড়ের ইনজেকশন যারা নিয়েছেন, তারা কোর্স শেষ হওয়ার পর ১বছর রক্ত দিবেন না।

২. বড় অপারেশন হলে ১বছর আর ছোট অপারেশন হলে ৬মাস রক্ত দান করবেন না।

৩. কোনো কারণে কেউ রক্ত গ্রহণ করলে তিনিও ১বছর রক্ত দান করবেন না।

৪. jaundice /জন্ডিস, ম্যালেরিয়া,টাইফয়েড হলে ৬মাস রক্ত দিবেন না।

৫. ৬ মাসের মধ্যে গর্ভপাত হয়েছে বা বর্তমানে সন্তান সম্ভবা এবং সন্তান মায়ের দুধ পান কালে মা রক্ত দান করবেন না।

৬. Period/মাসিক চলাকালীন রক্ত দেয়া যাবে না কিন্তু বেশি emergency হলে অন্য কথা।

৭. জীবানুঘটিত চর্মরোগ (Dermatitis & sexual disease যেমন Syphilis) থাকলেও রক্ত দান করবেন না।

৮. Antibiotic ওষুধের কোর্স চলাকালীন রক্ত দান করবেন না।

৯. Drug addicted ব্যাক্তিদের থেকে রক্ত না নেয়া ভাল।

১০. মানসিক রোগী বা অবসাদগ্রস্ত দের থেকে রক্ত নেয়া উচিত না


Blood দিলে Donor এর কি লাভ?

১. আমাদের শরীরে প্রতি দিন blood cell মারা যাচ্ছে অ্যান্ড প্রতি দিন Bone marrow থেকে blood cell তৈরি হচ্ছে তাই একটা circle আছে ৯০-১২০দিন পর পর আপনি blood দিতে পারবেন।

২. একটা machine যখন সব কাজ করে তখন ভাল থাকে যেমন আমাদের bone marrow ভাল থাকবে।


Blood দেওয়ার আগে Donor কে যা খাইতে দিবেন

১. ১লিটার পানিতে ২টা mini packet glucose আর একটা ORS mixed করে খেতে দিবেন তাহলে weakness লাগবে না।


Investigation before blood transfusion

Blood দেওয়া আগে donor এর blood এ যেই গুলা check করে নেওয়া উচিৎ।

  • Blood grouping
  • Rh typing
  • Cross matching
  • HBsAG
  • Anti HCV
  • VDRL
  • HIV (1+2) Not common in bd
  • MP


Note: যদি HBsAg, HIV, VDRL, Anti HCV and Mp Negative হয় তাহলে blood দিতে পারবেন, আর blood group and RH typing and cross matching হলে blood দিতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post