Paracetamol (প্যারাসিটেমল) সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য:
১. Paracetamol সাধারণত ট্যাবলেট, সিরাপ, সাসপেনশন ও সাপোজেটরি অবস্থায় বাংলাদেশে পাওয়া যায়।
২. Paracetamol সাধারণত ব্যাথানিবারক ও শরীরের তাপমাত্রা (জ্বর) নিয়ন্ত্রণে OTC drug হিসেবে ব্যবহৃত হয়।
৩. তবে ব্যথানিবারক হিসেবে Paracetamol এর একদম সঠিক কার্যপ্রণালী এখনো জানা যায় নি।
৪. কিডনিজনিত সমস্যায় Paracetamol গ্রহণ করা ক্ষতিকর ।
৫. Paracetamol এর পাশ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্তের শ্বেত রক্ত কণিকা ও অনুচক্রিকা হ্রাস পাওয়া উল্লেখযোগ্য।
৬. স্বাভাবিক অবস্থায় গর্ভবতী মহিলাদের Paracetamol গ্রহণে বাধা নেই।
৭. ডাক্তারের পরামর্শ ব্যতীত ৩ মাসের ছোট বাচ্চাদের Paracetamol দেওয়া নিষেধ।
৮. একজন সুস্থ মানুষ একদিনে সর্বোচ্চ ১০ গ্রাম Paracetamol (৫০০ মি:গ্রা: এর ২০ টি ট্যাবলেট) গ্রহণ করতে পারে।
৯. Paracetamol এর গুণাগুণ ঠিক রাখতে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে।
১০. মাত্রাতিরিক্ত Paracetamol গ্রহণে লিভার ও কিডনিতে সমস্যা হতে পারে।
বাংলাদেশে Paracetamol এর কয়েকটি পরিচিত কোম্পানি নাম:
- NAPA
- ACE
- Tamen
- FAST
- RESET
- POL
- XPA
إرسال تعليق