আপন আত্মীয়দের থেকে ব্লাড নেয়ার ব্যাপারে সতর্কতা



এই ছবিটা ফেসবুকে মানুষের মনে বিরাট আকারে কনফিউশন তৈরী করেছে। আসলে এখানে বিষয়টা ক্লিয়ার করা হয় নাই।


সবার আগে জানা উচিত- Blood transfusion is one type of organ transplantation.... কারন এখানে একজনের শরীরের টিস্যু আরেকজনের শরীরের প্রবেশ করানো হচ্ছে।


কোনো টিস্যু অন্যের শরীরে দেয়ার পর দুইটা পক্ষ সেখানে কাজ করে- প্রবেশকৃত টিস্যু যাকে graft বলে, আর যার শরীরে প্রবেশ করানো হয় তাকে Host বলে। অনেক সময় এই গ্রাফট - হোস্ট এর মারা মারিকে Graft Vs Host Reaction বলা হয়।


এই মারা মারির মূল কারন হলো - Graft এর মধ্যে কিছু Immune Competent Cell থাকা। এই সেল গুলো Host শরীরকে ফরেন বডি মনে করে আক্রমন করে বসে। সেখানেই বিপত্তি। এই ঘটনা সবচেয়ে বেশি Bone marrow and Kidney Transplantation এর সময়।


Transplantation Immunity এর এই ঘটনার পিছনে থাকে HLA System.... এই HLA Matching না হলেই Antigen antibody reaction হয় ; যা খুব সিরিয়াস পর্যায়ে যেতে পারে। যেমন- Husband থেকে Allo Antigen স্ত্রীর শরীরে প্রবেশ করে Baby এর মাধ্যমে। সুতরাং এই প্রিফরমড এন্টিবডি গুলোও রিএকশন করতে পারে। ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই ধরনের রিএকশন হতে পারে।


সুতরাং Graft vs Host reaction প্রতিরোধের উপায় হলো - টিস্যু টাইপিং (HLA Typing) ও Auto Cross Matching করে নেয়া ( এটা MLR বা Mixed Lymphocyte reaction দিয়ে দেখা যায়) ... ।


এই রিএকশন Acute or Chronic হতে পারে । সিম্পটম হিসেবে Rash , Burning , Redness of Mucosa.... যার ফলে অনেকের ডায়রিয়া, ব্লিডীং, রেনাল ফেইলুর ইত্যাদি হতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে।


এখানে জেনে রাখা ভালো - রিএকশন সবার হবে, এমন কোনো কথা নেই । তবে সতর্কতার জন্য নিজেদের মধ্যে Allo-Antigen মিক্স না করাই ভালো।


লিখেছেন: ডা. সাঈদ সুজন

Post a Comment

أحدث أقدم