ডায়াবেটিস ও রমাদান

 


নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের, ডায়েবেটিস ও মেটাবোলিক ডিসওর্ডার বিভাগের অধ্যাপক ডাঃ রবার্ট কুইং বলেন, বছরে ১ মাস এবং সপ্তাহে ২ দিন যদি কেউ দিনের বেলা না খেয়ে থাকে, তাহলে তার ওই ব্যক্তির পাকস্থলীর ক্যান্সার, ফ্যাটি লিভার ও ডায়াবেটিস এর সম্ভাবনা কমে যায়।ডঃ রবার্ট বর্তমান বিশ্বের অন্যতম একজন মেটাবলিক ডিসওর্ডার বিশেষজ্ঞ। বর্তমানে প্রতি সপ্তাহে দুইদিন তিনি না খেয়ে থাকার চেষ্টা করছেন।


আমি এ কথা শুনে তাকে বললাম, ১৪০০ বছর আগে দূর আরবের একজন নবী এ কথা তার অনুসারীদের বলেছেন। সেজন্য প্রতি বছর রমজান মাসে আর প্রতি সপ্তাহের সোমবার ও বৃহষ্পতিবার তার অনুসারীরা রোজা রাখে।


ওগো দূর আরবের প্রানসখা, আর কত ঋনী করবে আমাদের? বিজ্ঞানের শাখা প্রশাখায় যতই প্রবেশ করছি ততই অবাক বিষ্ময়ে তোমাকে জানছি।


ডাঃ শরীফ মহিউদ্দিন

এমডি,এমএসসি,পিএইচডি

রিসার্চার, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়।

Post a Comment

أحدث أقدم