বাংলাদেশে কি Rabeprazole নিষিদ্ধ?



দেশে র‍্যাবিপ্রাজোল (Rabeprazole) জেনেরিকের ওষুধটি যেটি Acifix (Beximco), Finix (Opsonin), Rabeca (Square), Rasonix (Incepta), Rabifast (Eskayef), Paricel (ACI), Prompton (Radiant), Profast (Renata) ইত্যাদি নামে পাওয়া যায় তা ঔষধ প্রশাসন অধিদপ্তর নিষিদ্ধ বা বাতিল ঘোষণা করেনি। 


অনেক ঔষধবিদ (ফার্মাসিস্ট) এবং ডাক্তার না বুঝেই ভুল তথ্য ছড়াচ্ছেন, যার ফলে পেপটিক আলসার, গ্যাস্ট্রোএসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং পাকস্থলির অতিরিক্ত এসিড তৈরি নিয়ন্ত্রণে ব্যবহৃত তুলনামূলকভাবে নিরাপদ এ ওষুধটির ব্যবহারকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে বিভ্রান্তির কারণে এ ওষুধটির বাজারও হুমকির মুখে।


ব্যাপার হল- Rabeprazole ওষুধটির দুধরণের ডোসেজ ফর্ম বাংলাদেশের বাজারে পাওয়া যায়। একটি ট্যাবলেট ও অন্যটি ক্যাপসুল। ট্যাবলেট ফর্মটি অনেক বছর থেকেই বাজারে পাওয়া যায়। গত দু-তিন বছর আগে কয়েকটি কাম্পানি এটির ক্যাপসুল ফর্মটি বাজারজাত করা শুরু করে। কিছু কাম্পানির Rabeprazole ক্যাপসুল আবার আধুনিক প্রযুক্তির এন্টারিক-কোটেড পেলিট নামক এক ধরণের ছোট ছোট দানা দিয়ে তৈরি যা জেলাটিন সেলের মধ্যে ঢুকানো থাকে। কোন ওষুধ এন্টারিক-কোটেড পেলেট হিসেবে দেয়া হলে তা পাকস্থলিতে নিঃসরিত না হয়ে ক্ষুদ্রান্ত্রে নিঃসরিত হয়, ফলে ওষুধের শোষণ ভালো হয় এবং পার্শ্বপ্রতিক্রিয়া কম হয়।


সমস্যা বেঁধেছে এই এন্টারিক-কোটেড পেলিটের পরিমাণ নিয়ে। প্রায় সকল কাম্পানির Rabeprazole ক্যাপসুল ১৫% পেলেট দিয়ে তৈরি। ঔষধ অধিদপ্তরের ড্রাগ কন্ট্রোল কমিটির মিটিংয়ের সিদ্ধান্তের কপি থেকে যা বুঝা যায় দুটি কাম্পানি Rabeprazole ক্যাপসুল ৮.৫% পেলিট দিয়ে তৈরি করার অনুমোদনের আবেদন করেছিলো বা তাদের অনুমোদন দেয়া হয়েছিল। উক্ত কমিটির ২৫৩তম সভার সিধান্ত অনুযায়ি ৮.৫% পেলিট সমৃদ্ধ Rabeprazole ক্যাপসুলের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত হয়। ঔষধ অধিদপ্তরের আরেকটি ডকুমেন্ট অনুযায়ি এ বাতিলের কারণ উক্ত কাম্পানী এ ধরণের ফর্মের USFDA বা UKMHRA-এর রেফারেন্স দিতে পারেনি।


মোদ্দা কথা হল, বাজারে যেসকল কাম্পানির র‍্যাবেপ্রাজল প্রচলিত আছে হয় তা হয় ট্যাবলেট না হয় ১৫% পেলিট সমৃদ্ধ ক্যাপসুল। তাই, এগুলো খেতে কোন সমস্যা নেই। এগুলো বাতিল করাও হয় নি। তাই, Acifix, Finix, Rabeca ইত্যাদির যেটি আপনি গ্রহণ করছিলেন তা বন্ধ করার দরকার নেই। তবে, এটা বলে রাখা জরুরী, র‍্যাবেপ্রাজোল একটি প্রেসক্রিপশন ড্রাগ, তাই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এটি কোনভাবেই খাওয়া উচিত নয়।


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।


লিখেছেন: ডঃ মোঃ আজিজুর রহমান শামীম, ফার্মেসি বিভাগ, রাবি (বর্তমানে যুক্তরাজ্যের লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পোস্ট-ডক গবেষক)


Tags in: রেবিপ্রাজল নিষিদ্ধ, গ্যাস্ট্রিক এর ঔষুধ।

Post a Comment

أحدث أقدم