রক্ত পরীক্ষায় হেপাটাইটিস ভাইরাস পজেটিভ হলে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। কারন তখন আর কাজ করবে না
Hepatitis B ভ্যাকসিন দেওয়ার নিয়ম
একজন প্রাপ্ত বয়স্কের জন্য
প্রথম ভ্যাকসিন দেওয়ার ২৮ দিন পর ২য় ভ্যাকসিন দিতে হয় (২য় ভ্যাকসিন টি খুব বেশী গুরুত্বপূর্ণ বিধায় ২৮ দিন অথবা ৩০ দিনের ভিতর দিতেই হয় , তবে কোন অবস্থায় ২৮ দিনের আগেও নয়)।
৩য় ভ্যাকসিন ৬ মাস পর দিলেই হয় তবে কোন অবস্থায় ১৬ সপ্তাহের আগে নয় এবং যদি কাংখিত টাইটার অর্জিত না হলে ৩য় ডোজের পর অতিরিক্ত আর একটি ডোজ (বুস্টার ডোজ) নিতে হয়।
তিনটি ডোজ সম্পন্ন হওয়ার পর রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হয় যে টিকা নেওয়ার ফলে রক্তে ভাইরাসের বিরুদ্ধে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে কি না।
তিনটি ডোজ সম্পন্ন হওয়ার পর পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে না উঠলে পাঁচ বছর পর চতুর্থ ডোজ (বুস্টার ডোজ) নিতে হয়।
বিঃদ্রঃ সর্বশেষ তথ্য অনুসারে জানানো হয়েছে বোস্টার ডোজের প্রয়োজন নেই।
বাজারে প্রচলিত ভ্যাকসিন
Recombivax HB (40 mcg/mL): 40 mcg IM
Engerix-B (20 mcg/mL): 40 mcg IM
নবজাতক শিশু এবং তার মায়ের জন্য
যদি মা HBsAg পজেটিভ থাকেন তাহলে অবশ্যই সন্তান প্রসবের ১২ ঘন্টার ভিতরেই প্রথম ভ্যাকসিন দিতেই হবে
বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে হেপাটাইটিস বি ভ্যাকসিনকে ইতিমধ্যেই সংযোজন করেছেন ।
এই কর্মসূচিতে শিশুকে ০.৫ মিলি ডোজের মোট তিনটি ডোজ দেয়া হয়।
- প্রথমটি ডিপিটির সাথে ছয় সপ্তাহ বয়সে।
- দ্বিতীয়টি ডিপিটি ২-এর সাথে ১০ সপ্তাহ বয়সে।
- তৃতীয়টি ডিপিটি ৩-এর সাথে ১৪ সপ্তাহ বয়সে।
হেপাটাইটিস বি ভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে।
তাই সকলেরই এই ভ্যাকসিন নিয়ে রাখা উচিত।
Writer: Islam RuKon
إرسال تعليق