রক্তের গ্রুপ নির্ণয় পদ্ধতি

 


রক্তের গ্রুপ নির্বাচন শিখতে যারা ইচ্ছুক তাদের জন্য এই পোস্ট:

ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার

১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টিবডি

(১)Anti-A

(2) Anti-B

(৩)Anti-D

২। জিবানু মুক্ত একটা সুচ

৩।একটা কাচের স্লাইড

৪।তুলা

৫। জিবানু নাশক


প্রথমে জার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তা হাতের জ কোন একটা আঙুল ভালো করে জিবানু মুক্ত করে নিবেন তার পরে সুচ দিয়ে আঙুল এর আগায় হাল্কা খোচা দিয় কাচের স্লাইড এ ৩ ফোটা রক্ত নিবেন ছবিতে দেয়া নির্দেষনা অনুযায়ী দুরত্ব রেখে তার পরে

প্রথম ফোটায় এন্টি A

২য় ফোটায় এন্টি B

৩য় ফোটায় এন্টি D দিয়ে ভাল করে সুচ এর গোরা দিয়ে মেসাবেন। খেয়াল রাখবেন রক্ত &এন্টি মেশানোর সময় একটা যেন অন্যটার সাথে না মিশে।


এখন ব্লাড গ্রুপিংয়ের এর নিয়ম

১। যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ A

২। যদি Anti-A না ফাটে আর Anti -B ফাটে তাহলে রক্তের গ্রুপ B

৩। যদি Anti- A Anti-B দুইটা ই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB

৪। যদি Anti-A ও Anti-B একটা ও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O

আমরা গ্রুপ নির্বাচন শিখলাম।


এখন positive আর negative নির্বাচন

Anti-D........ যদি ফেটে জায় তাহলে রক্ত +(positive)

Anti-D......... যদি না ফাটে তাহলে রক্ত —(negative)

Post a Comment

أحدث أقدم