বাংলাদেশে ডায়াবেটিস চিকিৎসা ব্যাবস্থা


বাংলাদেশে ডায়বেটিস রোগীদের চিকিৎসা ব্যাবস্থা পরিপূর্ণ নয়। সরকারী হাসপাতালের সুবিধা সীমিত এবং সম্পূর্ণ সেবা প্রদান করতে পারেনা। বেশিরভাগ ডায়বেটিস রোগীদের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা পেতে হয়। কিন্তু আর্থিক সমস্যা থাকার কারণে বেশিরভাগ রোগী প্রাইভেট হাসপাতালে চিকিৎসা পেতে পারছে না।


ডায়াবেটিস সাধারণত দুই প্রকার হয়ে থাকে: ডায়াবেটিস টাইপ-১ এবং ডায়াবেটিস টাইপ-২।


ডায়াবেটিস টাইপ-১ হলো শরীরে ইনসুলিন এর ঘাটতি থাকা। এটি সাধারণত ছোট বাচ্চাদের ও যুবকদের হয়ে থাকে।


ডায়াবেটিস টাইপ-২ হলো শরীরে ইনসুলিন থাকে কিন্তু তা কাজ করছে না। এটি সাধারণত বয়স্কদের হয়।


বাংলাদেশে ডায়াবেটিসের জন্য সাধারণত ব্যবহৃত ঔষধ হলো: মেটফরমিন, সিটাগ্লিপ্টিন, লিনাগ্লিপ্টিন, গ্লিক্লাজাইড, ইনসুলিন ইত্যাদি। এই ঔষধগুলি শরীরের ইন্সুলিন উৎপাদন এবং ঘাটতি পূরণে কাজ করে।


Few Common Brand Names of Antidiabetic Medicines in Bangladesh

  • Bigmet (Metformin HCl)
  • Comet (Metformin HCl)
  • Comprid (Gliclazide)
  • Diamicron (Gliclazide)
  • Diapro (Gliclazide)
  • Secrin M (Glimepiride+Metformin)
  • Silinor M (Glimepiride+Metformin)
  • Sitagil (Sitagliptin)

Post a Comment

أحدث أقدم