চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন Terminology


চিকিৎসা বিজ্ঞানে কিছু Terminology আছে যা সকলের জন্যই জানা প্রয়োজন। অনেক সময় প্রেসক্রিপশান লেখার জন্য অথবা প্রেসক্রিপশান বোঝার জন্য শব্দগুলো প্রয়োজন হয়ে পড়ে।


▪LAP = Lower Abdominal Pain. তলপেটে ব্যথা।

▪LBP = Low Back Pain. মাজাব্যথা।

▪RA = Rheumatic Arthritis. বাতজনিত সন্ধিপ্রদাহ।

▪OA = Osteo-arthritis.= অস্থি এবং অস্থিসন্ধিমূলক প্রদাহ।

▪MI = Myocardial Infarction. = একপ্রকার হৃৎপিন্ডের রোগ।

▪DUB = Dysfunctional Uterine Bleeding. = জরায়ু থেকে একাধিকবার, দীর্ঘস্থায়ী, অনিয়মিত রক্তক্ষরন।

▪ PCOS = Poly-Cystic Ovarian Syndrome.=পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।

▪ DM = Diabetes Mellitus.= ডায়াবেটিস মেলিটাস।

▪ NIDDM = Non- Insulin Dependent Diabetes Mellitus.= ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলিটাস।

▪ IDDM = Insulin Dependent Diabetes Mellitus.= ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাস।

▪ CKD = Chronic Kidney Disease.= ক্রনিক কিডনী ডিজিজ।

▪ LVeF = Left Ventricle Failure.= বাম নিলয়ের কার্যকারীতার অভাব।

▪ COPD = Chronic Obstructive Pulmonary Disease.= ফুসফুসের পুরাতন প্রকৃতির প্রতিবন্ধকতামূলক রোগ।

▪ RTI = Respiratory Tract Infection.= শ্বাসতন্ত্রে সংক্রামসজনিত প্রদাহ।

▪ RTA = Road Trafic Accident. = সড়ক দূর্ঘটনা।

▪ UTI = Urinary Tract Infection.= মূত্রনালীর সংক্রামনজনিত রোগ।

▪ GBS = Guillain-Barre Syndrome.= গুলিয়েন-বেরী সিনড্রোম, একধরনের স্নায়ু রোগ।

▪ IBS = Irritable Bowel Syndrome.= অন্ত্রের বিশেষ ধরনের এক রোগ।

▪ IBD = Irritable Bowel Disease. / Inflammatory Bowel Disease.= অন্ত্রের বিশেষ ধরনের এক রোগ।

▪ DU = Duodenal Ulcer.= ডুওডেনামের ক্ষত।

▪ GU = Gastric Ulcer.= পাকস্থলীর ক্ষত।

▪ GU = Genital Ulcer.= জননাঙ্গের ক্ষত।

▪ ARI = Acute Respiratory Infection.= সদ্য শ্বাসতন্ত্রের প্রদাহ।

▪ HTN = Hypertension.= উচ্চরক্তচাপ।

▪ VD = Venereal Disease.= যৌনরোগ।

▪ VD = Village Doctor.= পল্লী চিকিৎসক।

▪ STD = Sexually Transmitted Disease.= যৌন সংক্রামক রোগ।

▪ NS = Nephrotic Syndrome.= কিডনী সংক্রান্ত রোগ।

▪ ALL = Acute Lymphocytic Leukemia.= এক ধরনের রক্তরোগ বিশেষ।

▪ AML = Acute Myelogenous Leukemia.= এক ধরনের রক্তরোগ বিশেষ।

▪ CML = Chronic Myeloid Leukemia = এক ধরনের রক্তরোগ বিশেষ।

▪ AAA = Abdominal Aortic Aneurysm. = পেটে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।

▪ TAA = Thoracic Aortic Aneurysm.= বক্ষ গহ্বরে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।

▪ PUO = Pyrexia of Unknown Origin.= যে জ্বরের কারন নির্য়য় করা যায় না।

▪ GERD = Gastro-esophageal Reflex Disease.= পাকস্থলী থেকে অন্ননালীর দিকে খাদ্যকনার রিফ্লেক্স জনিত উপসর্গ।

▪ NSAID = Non-Steroidal Anti-Inflammatory Drugs. = এ্যালোপ্যাথিতে ব্যবহৃত বেদনানাশক ঔষধ।

▪ IHD = Ischemic Heart Disease. = হৃৎপিন্ডে “ইস্কেমিয়া”জনিত রোগ।

▪ P/V = Per Vaginal ....= যোনীপথ, যোনীপথে বা যোনীপথ হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

▪ P/R = Per Rectal ....= মলদ্বার, মলদ্বারে, মলদ্বার হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

▪ IUCD অথবা শুধু CD = Intra-uterine Contraceptive Device অথবা শুধু Contraceptive Device.= জরায়ুর ভেতরে প্রবিষ্ট জন্মবিরতীকরন যন্ত্র বিশেষ। যেমন “কপার-টি।”

▪ A.N = Anxiety Neurosis.= একধরনের মানসিক রোগ। অকারন উদ্বিঘ্নতা।

▪ E.D = Erectile Dysfunction = লিঙ্গোথ্বানজনিত গোলযোগ।

▪ PME = Premature Ejaculation.= সময়ের পূর্বে বীর্যপতন।শীঘ্রপতন।

▪ GIT = Gastro-intestinal Tract.= পরিপাক নালী।

▪ MR = Menstruation Regulation.= ঋতুস্রাব নিয়মিতকরনের জন্য ছোট একধরনের সার্জারী। সাধারনত: ভ্রুন নষ্ট করার পদ্ধতি।

▪ D & C = Dilatation & Curettage.= একধরনের স্ত্রী প্রজননতন্ত্রের সার্জারী। এতে জরায়ু মুখ সম্প্রোসারিত করে জরায়ুর অভ্যান্তর চাঁছা হয়।

▪ VSD = Ventricular Septal Defect.= হৃৎপিন্ডের ব্যবধায়ক পেশীর ক্রুটি।

▪ DNS = Deviation Nasal Septum. = নাকের মাঝখানের নরম অস্থি বাঁকা।


আরো পড়ুন: বিভিন্ন রোগের প্রতিশব্দ

Post a Comment

أحدث أقدم