ঔষুধ গ্রহণের পূর্বে যে ৫ টি বিষয় জেনে নিবেন

ঔষুধ গ্রহণের পূর্বে যে বিষয়গুলো জেনে নেয়া জরুরী -


১. আপনি কি ঔষুধ গ্রহণ করছেন?

২. আপনি কেন ঔষুধটি গ্রহণ করছেন?

৩. পূর্বে কখনো এই ঔষুধটি গ্রহণ করছেন কি না? আর গ্রহণ করে থাকলে কেমন ইফেক্ট পেয়েছেন?

৪. এই ঔষুধটি কতোদিন গ্রহণ করবেন?

৫. এই ঔষুধটি গ্রহণ করার সময় অন্য কোন ঔষুধ গ্রহণ করতে পারবেন কি না?


অন্যথায় আপনি উক্ত ঔষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার স্বীকার হতে পারেন। যা আপনার স্বাস্থের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে।

এছাড়া একজন স্বাস্থ্য সচেতন হিসেবেও এ বিষয়গুলো মাথায় রাখা উচিত। কারন আপনার স্বাস্থ্য আপনার মূল্যবান সম্পদ।

Read also:

Post a Comment

أحدث أقدم