মানবদেহের দাঁত ও বিভিন্ন হাড় গঠনে ক্যালসিয়ামের প্রয়োজন। এছাড়া নার্ভ, হার্ট ও ব্লাডের বিভিন্ন কার্যক্রমে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তাই কারো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি সৃষ্টি হলে তা গ্রহণ করতে হয়।
ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে সাধারণ ভিটামিন-ডি মিক্স করা থাকে। কারণ শরীরে ক্যালসিয়াম absorb হওয়ার জন্য ভিটামিন- ডি প্রয়োজন। তাই এই ট্যাবলেট সাধারণত শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন-ডি এর অভাব হলেই প্রেসক্রাইব করা হয়।
- ক্যালসিয়াম ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে- ডায়েরিয়া, পেট ব্যাথা, গ্যস্ট্রিক সমস্যা।
- এছাড়া থাইরয়েডজনিত রোগে আক্রান্ত ব্যক্তির তা গ্রহণ করা উচিত নয়।
- গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ব্যাতিত ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া অনুচিত।
বাংলাদেশে ক্যালসিয়াম ট্যাবলেটের কিছু কোম্পানি নাম
- Acical D (ACI limited)
- Aristocal D (Beximco pharmaceuticals ltd.)
- Cadmin (General pharmaceuticals ltd.)
- Calbo D (Square pharmaceuticals ltd.)
- Calbon D (Aristopharma ltd.)
- CoralCal-D (Radiant Pharma)
- Rocal-D (Healthcare Pharma)
إرسال تعليق