ক্যালসিয়াম ট্যাবলেট (Calcium Tablet)




মানবদেহের দাঁত ও বিভিন্ন হাড় গঠনে ক্যালসিয়ামের প্রয়োজন। এছাড়া নার্ভ, হার্ট ও ব্লাডের বিভিন্ন কার্যক্রমে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তাই কারো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি সৃষ্টি হলে তা গ্রহণ করতে হয়।

ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে সাধারণ ভিটামিন-ডি মিক্স করা থাকে। কারণ শরীরে ক্যালসিয়াম absorb হওয়ার জন্য ভিটামিন- ডি প্রয়োজন। তাই এই ট্যাবলেট সাধারণত শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন-ডি এর অভাব হলেই প্রেসক্রাইব করা হয়।
  • ক্যালসিয়াম ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে- ডায়েরিয়া, পেট ব্যাথা, গ্যস্ট্রিক সমস্যা।
  • এছাড়া থাইরয়েডজনিত রোগে আক্রান্ত ব্যক্তির তা গ্রহণ করা উচিত নয়।
  • গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ব্যাতিত ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া অনুচিত। 

বাংলাদেশে ক্যালসিয়াম ট্যাবলেটের কিছু কোম্পানি নাম

  • Acical D (ACI limited)
  • Aristocal D (Beximco pharmaceuticals ltd.)
  • Cadmin (General pharmaceuticals ltd.)
  • Calbo D (Square pharmaceuticals ltd.)
  • Calbon D (Aristopharma ltd.)
  • CoralCal-D (Radiant Pharma)
  • Rocal-D (Healthcare Pharma)

Read Also:



রিলেটেড সার্চেস: ক্যালসিয়াম ট্যাবলেটের নাম, গর্ভবতী মায়ের ক্যালসিয়াম ট্যাবলেট নাম, ভালো ভিটামিন ঔষধের নাম, ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কি মোটা হয়, দাঁতের ক্যালসিয়াম ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার নিয়ম, ক্যালসিয়াম ডি ট্যাবলেট এর অপকারিতা, ক্যালসিয়াম ট্যাবলেট বেশি খেলে কি হয়, ক্যালসিয়াম জাতীয় খাবার।


Post a Comment

أحدث أقدم