টেস্টিস (অন্ডকোষ) নিয়ে কিছু মজার মজার তথ্য

একটা পুরুষের একটা টেস্টিস (অন্ডকোষ) এ এক বছরে যত গুলা স্পার্ম (Sperm) তৈরি করে, তা দিয়ে এই পৃথিবীর মত ১০০০ টা পৃথিবীর সব মেয়ের Fertilization সম্ভব। আমাদের এই পৃথিবীর প্রথম যে ডাইনোসোরটা আবিষ্কৃত হয়েছিল। তার নাম রাখা হয়েছিল "Scrotum "। কারন সেটার ভেতরের একটা হাড় নাকি দেখতে টেস্টিসের মত ছিল।

টেস্টিস বা অন্ডকোষ পুরুষত্ব প্রমানের অস্ত্র। না থাকলেই বন্ধ্যা। প্রবাদ আছে - " পাহাড়া না থাকলে টেস্টিসবিহীন জামাইও নাকি বাবা ডাক শুনতে পারে"। টেস্টিস স্পার্ম ছাড়াও কিছু হরমোন বানায়। মেইন হলো টেস্টোস্টেরন। যেটা পুরুষের বৈশিষ্ট্য প্রকাশ করে। এটা হাড়ের বৃদ্ধিও নিয়ন্ত্রন করে। তাই যাদের টেস্টিস নাই, তারা কিন্তু অনেক লম্বা হয়। টেস্টোস্টেরোন Epiphysis Diaphysis এর Early fusion করে দেয়। । তাই টেস্টোস্টেরোন ছাড়া পাবলিক গুলা লম্বা। হাতে পায়ে লম্বা, কিন্তু হরমোন নাই।

রাজা হেনরি তার রাজপ্রহরীদের বিশ্বাস করতে পারতেন না। এত্তোগুলা রানী, কোন দিক দিয়া কে কার সাথে কি করে ফেলে। তাই সব প্রহরীর চাকুরী শুরুতেই টেস্টিস কেটে দিতেন। তাই টেস্টো অভাবে লম্বা হইতো অনেক। Klinfelter Syndrome রোগীও লম্বার প্রমান বহন করে টেস্টিস বিহীন। তাই যারা লম্বা পাত্র খুঁজেন , তাদের জন্য খারাপ সংবাদ।

টেস্টিস এর জন্ম পেটের ভিতরে । কিন্তু তাপমাত্রা সহ্য হইবো না বলে জন্মের সাথে সাথেই বাইরের থলেতে আশ্রয় নেয়। কিন্তু সে খাবার কিন্তু খায় রাজধানী থেকেই। Artery supply পায় Aorta থেকে, Vein যায় Vena Cava তে। যদি কোনো কারনে পেট থেকে থলে তে আসার পথে আটকে যায়, তাদের Undescended Testis বলে। আর যদি রাস্তা হারাই বনে জঙ্গলে মানে Out of Track চলে যায় তাকে Ectopic Testis বলে। থলি ফাঁকা থাকে, বল থাকে আরেক দেশে। জায়গা মত না থাকার অসসুবিধা দুইটা-

১) উচ্চতাপমাত্রা তার জার্ম সেল নষ্ট করে। কারন তার চারিপাশের এয়ার কুলার পাম্পিনিফরম ভেনাস প্লেক্সাস নাই।
২) ক্যান্সার হওয়ার রিস্ক অনেক গুন বেড়ে যায়। মজার বিষয় হলো - একে অপারেশন করে যায়গা মত বসালেও ক্যান্সারের রিস্ক কমে না। শুধু জার্ম সেল রক্ষা হয়।

রিট্রাক্টাইল টেস্টিস নামে বান্দর টেস্টিস থাকে কিছু বাচ্চার। থলতে এসে মাঝে মাঝে লাফ মারে। টেস্টিসই একমাত্র জায়গা যার ক্যান্সার অনেকটা নিরাময় যোগ্য। ১০০% ভাগের কাছাকাছি সুস্থ হয়ে যায়। Seminoma নাম শুনে Benign মনে হলেও, এটা কিন্তু ক্যান্সার।

লিভার রোগে টেস্টিস কাহিল হইয়া 3S রূপ লাভ করে - Small, Soft and Sensationless...

কিছু সোশ্যাল ফ্যাক্ট -
১) ছোট টেস্টিস ধারীরা বাবা হিসেবে ভাল হয়। 
২) যাদের টেস্টিস বড়, তাদের একাধিক বিয়ে করার প্রবনতা থাকে।


লিখেছেন- ডা: সাঈদ সুজন


Post a Comment

أحدث أقدم