মেট্রোনিডাজল (metronidazole)

মেট্রোনিডাজল সাধারণত anaerobic bacteria and micro-organisms (called protozoa) ঘটিত বিভিন্ন ইনফেকশন এ ব্যবহৃত হয়। এটি Helicobacter pylori ঘটিত ইনফেকশন দূর করতেও প্রেসক্রাইব করা হয়।

পার্শ্বপ্রতিক্রিয়া

খাবারের স্বাদ পরিবর্তন,
রুচিহীনতা,
দুর্বলতা ইত্যাদি।

সতর্কতা

গর্ভবতী মহিলা, এ্যালকোহল গ্রহণকারী ব্যক্তি ও লিভার সমস্যায় আক্রান্ত কেউ তা গ্রহণের পূর্বে ডাক্তারকে ইনফর্ম করতে হবে।

মেট্রোনিডাজোল (metronidazole) এর কিছু কোম্পানি নাম

  • ফ্লাজিল [সানোফি এভেন্টিস]
  • ফ্লামিড [ইনসেপ্টা ফার্মা]
  • ফিলমেট [বেক্সিমকো ফার্মা]
  • মেটকো [এসকেএফ বাংলাদেশ]
  • মেট্রো [জিসকা ফার্মা]

Post a Comment

أحدث أقدم