ভ্যাক্সিন নেয়ার পরও লোকজনের কেন কোভিড হচ্ছে, যদি এমন প্রশ্ন আপনার মাথায় আসে, তাহলে বুঝে নিবেন আপনার ব্রেইনের দৌড় খুব বেশি না। অযথা পাকামো আপনার কাজ না।
ভ্যাক্সিনের কাজ কাউকে সুপারম্যান বানিয়ে দেয়া না, ভ্যাক্সিনের কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি কeরা।।
হামের টিকা নেয়ার পরও হাম হয়, মিজেলস হয়, সব ক্ষেত্রেই এমন।
ভাইরাসের হাজারটা ভেরিয়েন্টের যেকোনো একটা থেকে আপনি ইনফেকটেড হতেই পারেন। তবে ভ্যাক্সিন নেয়া থাকলে নিজে নিজেই প্রতিরোধ করতে পারবেন বলে আশা করা যায়।।
এমনও হতে পারে, সেইম ভেরিয়েন্ট দিয়েও ইনফেক্টেড হয়ে গেলেন। এর কারন ভ্যাক্সিন নেয়ার পর এন্টিবডি গ্রো করতে যে ১৪-২১ দিন লাগে, তখন আপনি নিজেকে সুপারম্যান ভেবে মাস্ক ছাড়াই ঘুরাফেরা করেছেন।।
এমনও হতে পারে ভ্যাক্সিন নেয়ার পরও আপনি কোভিডে মারা যেতে পারেন। কারন অক্সফোর্ড এস্ট্রাজেনেকার পটেন্সি রেট ৬২.৩%.
১০০% পটেন্সি কোনো ভ্যাক্সিনই দেয় না।
তাহলে সারমর্ম কি দাড়ালো?
ভ্যাক্সিন আর সিম্ফোনি মোবাইল এক না যে সাথে একটা গ্যারান্টি কার্ড থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নাই।
ধন্যবাদ।
© Dr Manjurul Alam Sagor
إرسال تعليق