অন্যের জীবন নিয়ে কেন এত কৌতুহল?



 "এই,  তুমি বাচ্চা নাও না কেন?"

" আচ্ছা আপনি কত টাকা বেতন পান?"

" ইশ! আর কতদিন পড়াশোনা করবা!?এখনো তো কিছুই করতে পারলা না!"

"শুনলাম তোমার ডিভোর্স হয়ে গেছে,কেন?"

চারপাশে এমন মন্তব্য আমরা এত বেশিই শুনে থাকি যে, ইদানীং হয়তো আমরা অনেকেই এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছি। অনেকে আবার এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে, নিজেরাও অন্যের জীবনের ব্যক্তিগত জায়গাগুলো নিয়ে প্রশ্ন বা মন্তব্য করে ফেলেন নিঃসংকোচে! ব্যাপারটি একটু কেমন হয়ে যাচ্ছে না?

হয়তো ভাবছেন, বললেই বা কি! আপনি কি জানেন, আপনার সামান্য কথার জন্য সামনের মানুষটি কতখানি কষ্ট পাচ্ছেন? তার শুধু একটি মূহুর্ত নয়,পুরো দিনটাই মাটির কারণ আপনি হচ্ছেন?আপনার একটা প্রশ্নের জন্য, একজন মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন, ভাবতে কেমন লাগছে?হয়তো যেই কষ্টটা ভুলে মানুষটা এগিয়ে যেতে চাচ্ছে,সেই দগদগে ঘা আপনি বের করছেন,কেন বলুন তো?তাই,

১. যেকোনো মন্তব্য বা প্রশ্ন করার আগে চিন্তা করুন, আপনি প্রশ্নটি করার সম্পর্ক ও পরিধির আওতাভুক্ত কিনা! 

২. যদি আপনি মন্তব্যটি করার অধিকার রাখেন, তবুও বিবেচনা করে নিন,এটা সঠিক পরিস্থিতি,সময় কিনা।

৩. কৌতুহল হতেই পারে, কিন্তু অযাচিত কৌতুহল দমন করতে শিখুন।

৪. অপ্রিয় মন্তব্য করে ফেললে, দ্রুত ক্ষমা চেয়ে নিন।

৫. কাওকে কিছু বলার আগে ভাবুন,আপনার প্রিয়জন বা আপনাকে এই কথা বললে কেমন লাগতো? 

৬. নিজের কাজ ও প্রয়োজনে মনোনিবেশ করুন।

৭.  আপনার পছন্দ নয়, এমন কোন ব্যক্তিগত প্রশ্ন আপনাকে কেউ করলে, ভদ্রভাবে তাকে বুঝিয়ে বলুন। নিজের জন্য অপ্রীতিকর, অযাচিত বা একান্তই নিজের-  এমন প্রশ্নের উত্তর দেয়ার কোন প্রয়োজন নেই।

৮. মনে রাখুন, আত্মসম্মানের স্থান মন রক্ষার উপরে।

সব কৌতুহল ভাল নয়। এত ছোট জীবনে অন্যের কষ্টের কারণ হয়ে লাভ কি বলুন!?


© ডাঃ সাঈদুল আশরাফ

Post a Comment

أحدث أقدم