করোনা রোগীদের অক্সিজেন দেয়ার নিয়ম



অনেকেই নিজের তত্বাবধানে এবং নিজস্ব ব্যবস্থাপনায় করোনার রোগীদের অক্সিজেন দিচ্ছেন। এই পোস্ট তাদের জন্যে উপকার আসবে আশা করি।


কিছু প্রশ্ন থেকে যায়?

১) কখন অক্সিজেন দেয়া লাগে?

২) কি মাত্রায় অক্সিজেন দিবেন?

৩) অক্সিজেন দেয়ার সময় কি ধরনের অক্সিজেন ডেলিভারি ডিভাইস ব্যবহার করতে হয়..... অক্সিজেন মাস্ক নাকি ক্যানুলা?

৪) অক্সিজেন ক্যানুলা দিয়ে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কি মাত্রায় অক্সিজেন দেয়া যায়?

৫) অক্সিজেন মাস্ক দিয়ে কি মাত্রায় অক্সিজেন দেয়া যায়?

৬) অক্সিজেন দেয়ার পরে অক্সিজেন কতো পর্যন্ত রাখা প্রয়োজন বা কতো পর্যন্ত ওঠলে তা সন্তোষজনক?


এই প্রশগুলোর উত্তর একজন সাধারণ মানুষের জানার কথা নয়, কিন্তু আপনি যখন অক্সিজেন দিবেন এই প্রশ্নগুলোর উত্তর না জেনে অক্সিজেন দিবেন, তাহলে লাভের চেয়ে ক্ষতির কারণ হয়ে যেতে পারে!


অক্সিজেন ক্যানুলা :দিয়ে প্রতি মিনিটে ২-৫ লিটার অক্সিজেন দেয়া যায়

অক্সিজেন মাস্ক : দিয়ে প্রতি মিনিটে ৫-১০ লিটার অক্সিজেন দেয়া যায়।


যদি আপনি অক্সিজেন মাস্ক দিয়ে ৫ লিটারের কম অক্সিজেন দেন, তাহলে ক্ষতির কারন হয়ে যাবে।

অর্থাৎ কারো যদি অল্প মাত্রায় অক্সিজেন দেয়া প্রয়োজন হয়ে থাকে, ( যেমন ২-৫ লিটার) তাহলে অক্সিজেন ক্যানুলা দিয়ে দিবেন।


ডা তারিকুল ইসলাম সুমন

মেডিসিন বিশেষজ্ঞ

Post a Comment

أحدث أقدم