বাংলাদেশে সর্বোচ্চ বিক্রিত ঔষধগুলোর মধ্যে গ্যাস্ট্রিকের ঔষধগুলো অন্যতম। আর এর পেছনে অন্যতম কারণ হলো এগুলোর সহজলভ্যতা ও রোগীদের অতি উৎসাহী হয়ে উঠা। স্বাভাবিক অবস্থায় এগুলোর তেমন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকলেও দীর্ঘদিন সেবনের কারণে শরীরের উপর কিছু ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
পাঠকদের জানার সুবিধার্থে কিছু পরিচিত গ্যাস্ট্রিকের ঔষধের নাম নিম্নে উল্লেখ করা হলো-
ওমিপ্রাজল ব্র্যান্ড (Brand Name of Omeprazole)
- সেকলো (Seclo) - স্কয়ার ফার্মা
- লোসেকটিল (Losectil) - এসকেএফ ফার্মা
- ওমেনিক্স (Omenix) - ইনসেপ্টা ফার্মা
- প্রোসেপ্টিন (Proceptin) -বেক্সিমকো ফার্মা
- জেলড্রিন (Xeldrin) - এসিআই ফার্মা
ইসোমিপ্রাজল ব্র্যান্ড (Brand Name of Esomeprazole)
- সারজেল (Sergel) - হেলথকেয়ার ফার্মা
- ম্যাক্সপ্রো (Maxpro) - রেনাটা ফার্মা
- নেক্সাম (Nexum) - স্কয়ার ফার্মা
- এক্সিয়াম (Exium) - রেডিয়ান্ট ফার্মা
- ইসোরাল (Esoral) - এসকেএফ ফার্মা
রেবিপ্রাজল ব্র্যান্ড (Brand Name of Rabeprazole)
- ফিনিক্স (Finix) - অপসোনিন ফার্মা
- এসিফিক্স (Acifix) - বেক্সিমকো ফার্মা
- প্যারিসেল (Paricel) - এসিআই ফার্মা
- রেব (Rabe) - এরিস্টোফার্মা
- রেবিম্যাক্স (Rabemax) - জেনারেল ফার্মা
পেন্টোপ্রাজল ব্র্যান্ড (Brand Name of Pantoprazole)
- পেন্টোনিক্স (Pantonix) - ইনসেপ্টা ফার্মা
- পেন্টোবেক্স (Pantobex) - বেক্সিমকো ফার্মা
- ট্রুপান (Trupan) - স্কয়ার ফার্মা
إرسال تعليق