অনডানসেট্রন (Ondansetron) একটি বহুল ব্যবহৃত এন্টি-ইমেটিক (anti-emetic) ড্রাগস। যা মূলত বমি কিংবা বমি বমি ভাব চিকিৎসায় ব্যাবহৃত হয়।
বিশেষ করে কেমোথেরাপি ও রেডিওথেরাপির কারণে সৃষ্টি হওয়া বমি বমি ভাব চিকিৎসায় বহুল ব্যবহৃত হয়। এছাড়া প্রেগন্যান্সির সময় মর্নিং সিকনেস (morning sickness) ট্রিটমেন্টও অনডানসেট্রন ব্যাবহৃত হয়।
পার্শ্বপ্রতিক্রিয়া
- মাথাব্যথা
- কোষ্ঠকাঠিন্য
- শরীর জ্বালাপোড়া ইত্যাদি।
সতর্কতা
প্রেগন্যান্সির প্রথম তিন মাসে (first trimester) ঔষধটি ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিৎ।
Brand name of Ondansetron in Bangladesh
বাংলাদেশে পাওয়া যায় অনডানসেট্রন এর কিছু কমন ব্র্যান্ড হলো -
- Emistat ( ইমিস্টেট) - Healthcare Pharmaceuticals Ltd.
- Anset (এনসেট) - Opsonin Pharma
- Emeren (এমিরেন) - Renata Ltd.
- Ofran (অফরান) - Square Pharma
- Onaseron (অনাসেরন) - Incepta Pharma
- Onsat (অনসেট) - Beximco Pharma
- Zofra (জোফরা) - Eskayef Pharma
إرسال تعليق