কীটনাশকের রেসিডিউ পাওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আমাদের দেশ থেকে প্যাকেট মুড়ি এবং চিনিগুড়া চাল আমদানি বন্ধ রেখেছে। গতকালের দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় এ সংক্রান্ত একটি বড় নিউজ করেছে। তারা লিখেছে, আমাদের দেশের নামকরা কিছু কোম্পানির ইইউ-তে রপ্তানি করা প্যাকেট মুড়ি এবং চিনিগুড়া চালে এই কীটনাশকের উপস্থিতি ধরা পড়ায় এ দুটি আইটেম সাসপেনশনে রেখেছে।
জাপান আমাদের চানাচুরে আফলাটক্সিন পেয়েছে। আফলাটক্সিন মানদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। যেমন ক্ষতিকারক কীটনাশক।
আরও কিছু সংবাদ দিয়েছে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এই শিরোনামে। আমাদের রপ্তানিকারকেরা সন্দেহ পোষণ করছে যে, এভাবে চলতে থাকলে ইইউ আমাদের দেশের সব ধরণের খাদ্যদ্রব্য এবং কৃষিপণ্য রপ্তানি স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে।
তাহলে আমরা কী খাচ্ছি, সেটাও ভালভাবে দেখা দরকার। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার আইটেমে কীটনাশক এবং হেভিমেটালের রেসিডিউ এর বিষয়টি দ্রুত ফয়সালা করতে না পারলে এক কঠিন অসুস্থতার মধ্যে পড়ব আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।
গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP) এবং গুড ম্যানুফেকচারিং প্র্যাকটিস (GMP) কঠিনভাবে বাস্তবায়ন শুরু না করলে আমরাও শেষ। আমাদের রপ্তানিও শেষ হয়ে যাবে।
লিখেছেন: Mahbub Kabir Milon
إرسال تعليق