Dementia বা স্মৃতিশক্তি কমে যাওয়ার লক্ষ্মণ ও কারণ


Dementia (ডিমেনশিয়া) একটি মানসিক রোগ যাতে আক্রান্ত ব্যক্তির বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব লোপ পায় এবং রোগ ক্রমান্বয়ে বাড়তে থাকে। সাধারণত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এ রোগে আক্রান্ত হয় এবং হঠাৎ করেই অনেক কিছুই মনে করতে পারেন না। ফলে তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষিত হয়। মস্তিষ্কের কোষ সংখ্যা (নিউরন) বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট হারে কমতে থাকে। বয়সের সঙ্গে শারীরিক রোগব্যাধি মস্তিষ্কের ক্ষতি করে যদি স্বাভাবিক জীবনযাত্রাকে ভন্ডুল করে দেয়, একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় চিত্তভ্রংশ বা ইংরেজি পরিভাষায় ডিমেনশিয়া বলে। চিত্তভ্রংশের সবচাইতে প্রচলিত রূপ হল আলৎসহাইমারের রোগ (৭৫%)।


Etiology/রোগের কারণ

বিভিন্ন রোগের কারণে চিত্তভ্রংশ রোগ হতে পারে, যেমন, এইডস, দীর্ঘমেয়াদী ধূমপান ও মদ্যপান, আলৎসহাইমার, ভিটামিন বি-র অভাব, কার্বন মনোক্সাইড বিষক্রিয়া, মস্তিষ্কের রোগ, অনৈতিক জীবনযাপন, ইত্যাদি।


C/F রোগের লক্ষণ

চিত্তভ্রংশের প্রাথমিক বিস্তার খুবই ধীরে হয়, এমনকি মাস কিংবা বছর ধরেও হতে পারে। ভুলে যাওয়ার কারণে রোগী হতাশা, নিদ্রাহীনতা ও অন্যান্য সমস্যায় ভোগে এবং আস্তে আস্তে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।


Types/প্রকারভেদ

১. আলজেইমার্সজনিত ডিমেনশিয়া যা বংশগত

২. ভাসকুলার ডিমেনশিয়া

৩. লিউই বডি ডিমেনশিয়া

৪. ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া

৫. পারকিনসন্সজনিত ডিমেনশিয়া


Treatment /চিকিৎসা

Rx,

Tab. Donepezil Hydrochloride 5 mg

০+০+১ (৩ মাস)


[বিঃ দ্রঃ পোস্ট করা শুধু মাত্র সচেতনতা বাড়ানো এবং কিছু তথ্য জানানোর জন্য]


[সকল ঔষধ ডাক্তারের পরামর্শে খেতে হবে এবং বাচ্চাদের ডোজ ডাক্তার ঠিক করবেন]


Source: RAJIB DAS (Community Paramedic)

Post a Comment

أحدث أقدم