কন্টাক্ট ডার্মাটাইটিস হলো ত্বকের এক ধরণের সমস্যা যাতে বিশ্বের ১৫ থেকে ২০ শতাংশ মানুষ আক্রান্ত হন। কন্টাক্ট ডার্মাটাইটিসে সাধারণত শরীরের কোন অংশে বা সারা শরীরে র্যাশ বা ফুসকুড়ি আর প্রচণ্ড চুলকুনি হয়।
স্বাভাবিক লক্ষণগুলো হল:
- লালভাব
- ব্যথা
- ফোস্কা গঠন
- তীব্র চুলকানি
- ফোলাভাব
- শুকিয়ে যাওয়া মাছের আঁশের মতো চামড়া
ইরিট্যান্ট কন্টাক্ট ডার্মাটাইটিসের ক্ষেত্রে যে উপসর্গগুলি চোখে পড়ে:
- সুঁচ ফোটানো বা প্রদাহের অনুভূতি
- লাল দগদগে হয়ে ওঠা বা ইরিথিমা
- ত্বকের ফোলাভাব ও খোসা ওঠা
কন্টাক্ট ডার্মাটাইটিসের প্রধাণ কারণগুলি কি কি?
১/ সাবান , জামা-কাপড় কাচার পাউডার , অ্যাসিড ও ক্ষার জাতীয় পদার্থের সংস্পর্শে এলে ইরিট্যান্ট কন্টাক্ট ডার্মাটাইটিস মারাত্মক আকার ধারণ করে।
২/ অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুর সংস্পর্শে এলেও এই ধরণের ডার্মাটাইটিস দেখা যায়। এই ডার্মাটাইটিস প্রসাধনী দ্রব্য , ওষুধ , নির্দিষ্ট কোনও ধরণের কাপড় , খাবার এবং রাবার ও বিষাক্ত আইভি লতার সংস্পর্শে এলেও হতে পারে।
৩/ কোন ধাতু , সুগন্ধী , ব্যাকটিরিয়ারোধী মলম এবং রাসায়নিকের সংস্পর্শে এলে কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে।
ডার্মাটাইটিস একটি অস্বস্তিকর অবস্থা। কারণ আপনার ত্বক অসংখ্য জিনিসের সংস্পর্শে আসতে পারে, যা অবস্থাটিকে আরও বাড়াতে পারে।
প্রাথমিক পর্যায়ে সঠিক যত্ন এবং চিকিৎসা সবথেকে বেশি সুবিধা প্রদান করতে পারে।
এমন প্রব্লেম হলে দেরি না করে একজন ডাঃ এর পরামর্শ নিয়ে চিকিৎসা নেয়া উচিৎ।
লিখেছেন: Dr. Sujan C Paul
إرسال تعليق